Header Ads

ওড়িশার সিংগ্রেনি কয়লা খনিতে ধস, মৃত ৪ শ্রমিক, আহত অন্ততপক্ষে ৯



নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

কোল ইন্ডিয়া পরিচালিত ওড়িশার সিংগ্রেনি কয়লা খনিতে হঠাৎ ধস নামার জেরে  চার শ্রমিক নিহত হলেন , আহত অন্তত নয় শ্রমিক ।

খনির ভেতরে কাজ করার সময় আচমকাই খনির ছাদ ভেঙে পড়লে ভেতরে আটকে পড়েন শ্রমিকেরা । খনির বাইরে থাকা শ্রমিকেরা, কয়েকজন ভেতরে আটকে থাকা শ্রমিককে বাইরে বের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে ।

কেন্দ্রের এক রিপোর্ট মোতাবেক,  গড়ে প্রতি সাত দিনে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ২০১৮ সালে । আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কয়লা তোলার কাজ। ফের কাজ শুরু হতে অন্তত সপ্তাহখানেক সময় লাগবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.