Header Ads

দেশে ফিরলে প্রিয়া সাহাকে গ্রেফতার করা হবে না বলে আশ্বাস দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

নয়া ঠাহর প্রতিবেদন: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর প্রিয়া সাহাকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বিতর্কের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছিল বাংলাদেশে ফিরলে প্রিয়া সাহাকে গ্রেফতার করা হবে কিনা? এই প্রশ্নের জবাবে বাংলাদেশের  বিদেশমন্ত্রী  ডাঃ এ কে আব্দুল মোমেন জানান, প্রিয়া সাহাকে গ্রেফতারের কোন পরিকল্পনা নেই সরকারের।
মার্কিন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এলিস ওয়েলস প্রিয়া সাহার গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে মামলার কোন পরিকল্পনা রয়েছে কিনা জানতে চেয়েছিলেন। বুধবার বিদেশমন্ত্রী মোমেন স্পষ্ট জানিয়েছেন, প্রিয়া সাহার বিরুদ্ধে মামলাও করতে চান না তাঁরা। বরঞ্চ প্রিয়া সাহার নিরাপত্তা দিতে প্রস্তুত তাঁরা। 
প্রিয়া সাহা মার্কিন সরকারের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সন্মেলনে যোগ দিয়ে মার্কিন রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছিলেন যে, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উধাও হয়ে গেছেন। তাদের ঘরবাড়ি পোড়ানো হয়েছে। জমি কেড়ে নেওয়া হয়েছে। মুসলিম উগ্রবাদীরা এটা করেছে বলে প্রিয়া সাহা অভিযোগ করেছিলেন।
বাংলাদেশের বিদেশমন্ত্রীর দেওয়া বুধবারের এই মন্তব্যের পর প্রিয়া সাহাকে নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান অনেকটাই স্পষ্ট হল। বাংলাদেশের একটা মহল থেকে প্রিয়া সাহার বয়ানের পর, তাঁর বক্তব্যের সমালোচনা করে তাঁকে গ্রেফতারের দাবি উঠিয়েছিল। এমনকি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচুর সমালোচনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.