কর্ণাটকে বিধানসভা অধ্যক্ষের রায়ই চূড়ান্ত, তবে জোর করে আস্থাভোটে হাজির করানো যাবে না বিধায়কদের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
নয়া ঠাহর ডেস্কঃ কর্ণাটকের কংগ্রেস -জেডিএস জোট সরকার কিছুটা হলেও হাফ ছেড়ে বেঁচেছে বুধবার দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের জেরে । দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কর্ণাটক বিধানসভার অধ্যক্ষই । তবে বিক্ষুব্ধ বিধায়কদের জোর করে আস্থাভোটে হাজির করানো যাবে না।
তাঁদের ইস্তফা অধ্যক্ষ ঝুলিয়ে রেখেছেন বলে বিক্ষুব্ধ 15 গিয়েছিলেন শীর্ষ আদালতে । তারপর বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ এই রায় দেয় ।
কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ কে আর রমেশ কুমার জানিয়েছেন, বিক্ষুব্ধ বিধায়কদের অনেকেরই বিধায়ক পদ খারিজ হওয়ার মুখে, তাঁরা কোন চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কি না, সে সম্পর্কে নিশ্চিত হতে হবে । বিক্ষুব্ধ বিধায়কদের অবশ্য বক্তব্য তাঁদের ভয় দেখিয়ে ইস্তফা দিতে বাধ্য করা হয়নি।
বিজেপি শিবির অবশ্য এতে নৈতিক জয়ের কথাই ভাবছে ।








কোন মন্তব্য নেই