স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কামরূপ মহানগর জেলা প্রশাসনের সভা সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি। কামরূপ জিলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগুর সভাপতিত্বে সোমবার জিলা উপযুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়ে যায়। গুয়াহাটির খানাপারা স্থিত পশু চিকিৎসালয় মহাবিদ্যালয়ের ময়দানে আগামী ১৫ ই আগস্ট এ অনুষ্ঠিত হওয়া দেশের৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানের আয়োজনের সাথে জড়িত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় ।জেলা প্রশাসন এবং গুয়াহাটি পুলিশের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক তথা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের জেলার শীর্ষ অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভাতে উপাযুক্ত স্বাধীনতা দিবস উদযাপনের সমস্ত কার্যসূচী সফল করে তোলার ক্ষেত্রে বিভিন্ন বিভাগের দায়িত্ব এবং কর্তব্য বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজনের সম্পর্কে পুলিশ ,পূর্ত বিভাগ (গৃহ) পূর্ত বিভাগ( পথ), শিক্ষা এপিডিসিএল জনস্বাস্থ্য কারিকরী, গুয়াহাটি পৌরনিগম, গুয়াহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ, জনসস্থ্য কারিগরী, পরিবহন ,স্বাস্থ্য ,সাংস্কৃতিক পরিক্রমা, জনসংযোগ ,খাদ্য ,অসামরিক যোগান এবং গ্রাহকপরিক্রমা,বন ,এবং ক্রীড়া ,ইত্যাদি সংশ্লিষ্ট সমস্ত বিভাগের অধিকারীদের এইসব হাতে নিজ নিজ বিভাগের গ্রহণ করতে লাগা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন। এই সভাতে পশু চিকিৎসালয় মহাবিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কার্যসূচির জন্য তৈরি করে তোলা সাংস্কৃতিক কার্যসূচি, কুচকাওয়াজ অনুশীলন ,পানীয় জলের যোগান ,ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা ,ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ও আলোচনা করা হয়। এই সভাতে উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে আগন্তুক স্বাধীনতা দিবস উদযাপন এর সাথে জড়িত কাজ কর্ম শীঘ্র আরম্ভ করা নির্দেশ দেন । উপযুক্ত আগন্তুক স্বাধীনতা দিবস সম্পূর্ন সফল ভাবে উদযাপনের ক্ষেত্রে আগন্তুক স্বাধীনতা দিবস সম্পূর্ণ ভাবে সফল সফলভাবে উদযাপন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের সহযোগিতা কামনা করেন এবং আগামী ১৩ই আগস্ট এর ভিতরে স্বাধীনতা দিবস উদযাপন এর যাবতীয় সমস্ত ব্যবস্থা সম্পুর্ন করতে নির্দেশ দেন ।এই সভাতে গুয়াহাটি পুলিশের ডিসিপি বেদান্ত মাধব রাজখোয়া নিরাপত্তা তথা সুরক্ষা ব্যবস্থা সাথে জড়িত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই সভাতে অতিরিক্ত উপায়ুক্ত বিদ্যুৎ বিকাশ ভাগ্যবতী, ক্ষিতিশ চন্দ্র পেগু, রাতুল পাঠক গুনজিত কাশ্যপ এবং জেলার বিভিন্ন বিভাগের আধিকারীর সাথে জেলা প্রশাসন, গুয়াহাটি পুলিশের অনেক শীর্ষ আধিকারীরা উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই