৭ দিন পর সমুদ্ৰ থেকে উদ্ধার এপার বাংলার মৎসজীবী
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কথায় আছে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? টানা ৭ দিন সমুদ্ৰে ভেসে থাকার পর এপার বাংলার মৎসজীবীকে উদ্ধার করল বাংলাদেশের জাহাজ। বছর ৩৪ এর ওই মৎসজীবীর নাম রবীন্দ্ৰনাথ দাস। পশ্চিমবঙ্গের পূৰ্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বাসিন্দা তিনি।
ছবি, সৌঃ নিউজ১৮বাংলা
একটু বাড়তি রোজগারের আশায় সমুদ্ৰে গিয়েছিলেন ইলিশ ধরতে। আজীবন জলে জঙ্গলে প্ৰকৃতির সঙ্গে লড়াই করেছেন রবীন্দ্ৰনাথ। তিনি কি কখনও ভাবতে পেরেছিলেন যে মাঝ সমুদ্ৰে তাঁকে সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে? মাঝসমুদ্ৰে যখন তাদের ট্ৰলার এমভি নয়ন উল্টে যায় অন্যান্যদের মতো খালি হাতে তিনিও ঝাপ দিয়েছিলেন সুমদ্ৰে। তারপর টানা ৫ দিন শুধু উত্তাল সমুদ্ৰ বঙ্গোপসাগরে ভেসে থাকেন। ছিল না কোন খাবার। তৃষ্ণা মেটানোর জন্য ছিল শুধু বৃষ্টির জল। বুধবার বঙ্গোপসাগরে ভেসে থাকা ওই ব্যক্তিকে জেখতে পান বাংলাদেশের জাহাজ এমভি জওয়ানদের ক্যাপটেন। তারপর বহু কষ্টে তাঁকে সমুদ্ৰ থেকে উদ্ধার করেন তারা।
সবাই বলছেন মিরাকল। রবীন্দ্ৰনাথের কীৰ্তিতে হতবাক প্ৰফেশনাল সাতারুরাও। তাদের মতে তিনি অৰ্থাৎ রবীন্দ্ৰনাথ মৎসজীবী, জলের সঙ্গে রীতিমতো থাকতেন, তার ওপর পরিবারের একমাত্ৰ রোজগেরে পরিবারের টানই হয়তো তাঁকে মৃত্যুর পথ থকে বাঁচিয়ে এনেছে।









কোন মন্তব্য নেই