Header Ads

লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ধস নেমে শুক্রবার ব্যাহত রেল পরিষেবা

 বিপ্লব দেব, হাফলংঃ লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ধস নেমে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে শুক্রবার। গত এক সপ্তাহ থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যার দরুন এদিন সকালে নিউহাফলং ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০ কিলোমিটারে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে বিশাল ধস নেমে আসে যার ফলে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে শুক্রবার ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। 

এদিকে পাহাড় লাইনে ধসের জেরে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শুক্রবার বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করে দেয়। ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাষ্ট প্যাসেঞ্জার ট্রেনটির যাত্রা নিউহাফলং থেকে শিলচর পর্যন্ত আংশিক বাতিল করে দুপুর সাড়ে বারোটায় গুয়াহাটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তাছাড়া ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি ফাষ্ট প্যাসেঞ্জার ট্রেনটি চন্দ্রনাথপুর থেকে যাত্রা বাতিল করে শিলচর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। 

অন্যদিকে ১৩১৭৩ শিয়ালদাহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি লামডিং-থেকে আগরতলা পর্যন্ত আংশিক যাত্রা বাতিল করা হয়। ১৫৬১২ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন ও ১৩১৭৬ শিলচর-শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা শিলচর থেকে শুক্রবার বাতিল করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এদিকে নিউহাফলং ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০ কিলোমিটার অংশে ধস নামার পর লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ধস সড়িয়ে রেলপথটি সচল করে তুলতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ধস সাড়াইয়ের কাজ করে চলছেন রেলকর্মীরা। তবে পাহাড়ে এক নাগাড়ে বৃষ্টি অব্যাহত থাকায় ধস সাড়াইয়ের কাজ করতে গিয়ে রেলকর্মীদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সুত্রে জানা গিয়েছে  ধস সাড়াইয়ের কাজের জন্য লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ৮ ঘন্টার ব্লক নেওয়া হয়েছে। তবে এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত পাহাড় লাইনে রেল চলাচল সচল হয়ে না উঠলে শুক্রবার রাত বা শনিবার সকালের মধ্যে পাহাড় লাইনে পুনরায় ট্রেন চলাচল সচল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.