লাদেনের গোপন ডেরার হদিশ আমেরিকাকে দিয়েছিল আইএসআই !
নয়া ঠাহর প্রতিবেদন : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক দাবি ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। আমেরিকা সফররত ইমরান দাবি করেছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই লাদেনের গোপন ডেরার হদিশ তুলে দিয়েছিল আমেরিকার হাতে।
ইমরান তাঁর দাবির সপক্ষে যুক্তি খাঁড়া করতে গিয়ে বলেন, লাদেনের ডেরা সম্পর্কে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তথ্য তুলে দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র হাতে। এ বিষয়ে সিআইএ বিস্তারিত তথ্য জানে।
লাদেনের চিকিৎসক পাক কারাগারে বন্দি শাকিল আফ্রিদিকে কি মুক্তি দেওয়া হবে? শাকিল আফ্রিদির দেওয়া সূত্রেই লাদেনের খোঁজ পাওয়া গিয়েছিল । ইমরান এই প্রশ্নের সরাসরি উত্তর এঁড়িয়ে গিয়ে বলেন, শাকিল আফ্রিদি চরের কাজ করেছে ।
ইমরানের এই স্বীকারোক্তি ঘিরে শুরু হয়েছে জল্পনা । কারণ, লাদেনকে হত্যার আগে পাকিস্তানের সেই সময়ের সরকার বারবার লাদেনের পাকিস্তানে থাকার কথা অস্বীকার করেছিল। হঠাৎ ইমরানের এই স্বীকারোক্তির পেছনে অন্য কারণ দেখতে পাচ্ছে আন্তর্জাতিক মহল। ঐ মহলের মতে, সন্ত্রাসবাদ ইস্যুতে দুনিয়া জুড়ে একঘরে হয়ে পড়া পাকিস্তান পরিত্রাণের উপায় হিসাবে এই স্বীকারোক্তি করেছে । কার্যত বাধ্য হয়েই পাক প্রধানমন্ত্রী এই স্বীকারোক্তি করেছেন ।









কোন মন্তব্য নেই