পান্ডু ,কামাখ্যা পথের নির্মাণের কাজ খুব শীঘ্রই শেষ হবে ডo হিমন্ত বিশ্ব শর্মা
দেবযানী পাটিকর,গুয়াহাটিঃ নগরের পান্ডু থেকে কামাখ্যা ধাম যাওয়ার দ্বিতীয় রাস্তার কাজ খুব শিঘ্রেই শেষ করা হবে এবং এর ৫০% শতাংশ কাজ বর্তমানে শেষ হয়ে গেছে বাকি কাজ খুব শিঘ্রই শেষ হয়ে যাবে এ কথা বলেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বুধবার সকালে নীলাচল পাহাড় স্থিত শক্তিপীঠ কামাখ্যা ধামের অন্তিম দিনে মন্দিরের কপাট খোলার পর পুজো দিয়ে এসে এ কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন যে এই মোটর রাস্তাটি তৈরি হলে লোকেদের কামাখ্যা পর্যন্ত যেতে অনেক সুবিধা হবে ।
উল্লেখ্য যে পাণ্ডু থেকে কামাখ্যা পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ গত বছর শুরু করা হয়েছিল । সরকার থেকে কামাখ্যা যাবার দ্বিতীয় রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর এই এলাকার জমি খালি করে সার্ভে করানো হয়। এরপর এই রাস্তা তৈরির কাজ শুরু করা হয়। কামাখ্যা ধামে অম্বুবাচী সময় প্রচুর ভিড় হয় এই রাস্তা নির্মাণের পর সেটা অনেক খানি নিয়ন্ত্রণ করা যাবে বলেই আশা করছেন প্রশাসন। এবং এর জন্য প্রায় ১৪ কোটি টাকা খরচা করা হবে।তিনি আরও বলেন যে রাস্তার কাজ পূর্ণ গতিতে চলছে। শীঘ্রই এর বাকি কাজও শেষ হয়ে যাবে।
এ ছাড়াও তিনি আরও বলেন যে কামাখ্যার উন্নতির কাজ পূৰ্ণ গতিতে চলছে খুব শীঘ্রই অনবদ্য রূপে দেখতে পাওয়া যাবে কামাখ্যা মন্দিরকে।
উল্লেখনীয় যে নীলাচল পাহাড় স্থিত শক্তিপীঠ কামাখ্যা ধামে দেবী রজস্বলা হবার জন্য শনিবার থেকে প্রবৃত্তির পর মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং বুধবার দুপুরবেলা ২টা বেজে ৪ মিনিট ২২ সেকেন্ডে নিবৃত্তির হবার পর ভক্তরা মার দর্শন করেন।
ওদিকে ভক্তদের সুবিধার জন্য সকাল থেকেই ভিভিআইপি ভিআইপির দর্শনের পর মন্দিরের দরজা আম জনতার জন্য সকাল ৬টার সময় খুলে দেওয়া হয় ।
ওদিকে ভক্তদের সুবিধার জন্য সকাল থেকেই ভিভিআইপি ভিআইপির দর্শনের পর মন্দিরের দরজা আম জনতার জন্য সকাল ৬টার সময় খুলে দেওয়া হয় ।
মন্দিরের দরজা খুলে দেওয়ার পরেই ভক্তরা ও তীর্থ যাত্রীরা মায়ের দর্শন করে আশীর্বাদ নেন। এই তিন দিন ধরে বন্ধ থাকা মন্দিরের প্রবেশদ্বার বৈদিক রীতিনীতির পর প্রথাগতভাবে অগণন ভক্তের জন্য খুলে দেয়া হয় ।বিতরণ হয় রক্ত বস্ত্র।
দর্শন শেষে অনেকেই নিজের -নিজের জায়গায় ফিরছেন।অস্থায়ী শিবির গুলিও প্রায় ফাকা হয়ে গেছে।এবারে অম্বুবাচি মেলাতে অস্থায়ী শিবিরে ভক্তদের পঞ্জিকরণ হয়েছে ২৫,৭,৯৮ জন।তবে ১২লাখ ভক্তের সমাগম হয়েছিল। অনেকের কথায় এবার ভক্তের সংখ্যা আগের তুলনায় অনেক কম হয়েছে বলে মনে করা হচ্ছে।











কোন মন্তব্য নেই