আমিনগাঁয়ের ভাসমান কামাখ্যা মন্দির দর্শকদের নজর কেড়েছে
নয়া ঠাহর প্রতিবেদনঃ নীলাচল পাহাড় স্থিত শক্তিপীঠ কামাখ্যা ধামে অম্বুবাচী উৎসবের সাথে সংগতি রেখে আসাম পর্যটন বিভাগে প্রস্তুত করেছে একটি ভাসমান কামাখ্যা মন্দির।এই মন্দিরটি সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। ব্রহ্মপুত্র বুকের এই ভাসমান কামাখ্যা মন্দিরের রাতের দিকে আলোকসজ্জা সবাই উপভোগ করছে । অম্বুবাচী উৎসবে আগত দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে এই মন্দিরের মডেল তৈরি করা হয়েছে। ভাসমান কামাখ্যা মন্দিরটি নির্মাণ করেছে বিশিষ্ট শিল্পী অরূপজ্যোতি বরকটকি । ১২ ফুট দৈর্ঘ্য ৪০ ফুট প্রস্থের এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে বাশ, প্লাই ,থার্মোকল, প্লাস্টিক বোতল এইসব দিয়ে।









কোন মন্তব্য নেই