মেঘালয় পর্যটন দপ্তরের কর্মী খুনে আটক দুই
ননী গোপাল ঘোষ, শিলংঃ গত ৬ জুন মেঘালয় পর্যটন দপ্তরের মহিলা কর্মী আইয়োবিয়াংহুন শাখরের মৃতদেহ পাওয়া গিয়েছিল রি-ভোই জেলার উমভিরের এক ব্যক্তিগত মালিকানাধীন এক জঙ্গলে । সেদিন তাঁর অফিসে যাওয়ার কথা রয়েছিল। শাখার শিলঙের পোলো অর্কিডে কর্মরত ছিল ।
২১ জুন ঘটনা সংক্রান্তে শানবরলাং রানি ও গ্রেস মেরি খারউমলং নামে এক দম্পতির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে পুলিশ । নোটিশের পর কার্যত বাধ্য হয়ে ওই দম্পতি ২২ জুন রি-ভোই জেলারই নংপো থানায় আত্মসমর্পণ করেছে । আত্মসমর্পণের পর পুলিশ দম্পতিকে গ্রেফতার করে ।
পুলিশ ঘটনা সংক্রান্তে বিশেষ কিছু বিস্তারিত জানায়নি। এর আগে নংপো থানা থেকে এই কেস সিআইডি -র হাতে তুলে দেওয়া হয়েছিল ।








কোন মন্তব্য নেই