Header Ads

প্রয়াত নকশাল নেতা সন্তোষ রাণা

নয়া ঠাহর প্ৰতিবেদন,  কলকাতাঃ শনিবার সকাল ছয়টা নাগাদ প্রয়াত হলেন বাম নেতা সন্তোষ রাণা । কর্কট রোগে ভুগছিলেন তিনি । ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন তিনি । মেদিনীপুরের গোপীবল্লভপুরে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন সন্তোষ রাণা ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
সাতের দশকের বাংলা জুড়ে উত্তাল রাজনৈতিক সময়ে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি । নকশাল নেতা প্রয়াত চারু মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ বলয়ে ছিলেন সন্তোষ রাণা । প্রেসিডেন্সিতে পড়ার সময়ই জড়িয়ে পড়েন বাম রাজনীতিতে । বন্দি অবস্থায় গোপীবল্লভপুর থেকে বিধায়কও হয়েছিলেন ১৯৭৭ সালে।


তাঁর স্মৃতিকথা " রাজনীতির এক জীবন "-এর জন্য ২০১৮ সালে পেয়েছিলেন আনন্দ পুরস্কার । রাজনৈতিক লেখালেখির ক্ষেত্রে তাঁর ক্ষুরধার কলম ও চিন্তাচর্চা এক অন্যমাত্রা যোগ করেছিল । তাঁর ইচ্ছা অনুযায়ী দেহ দান করা হবে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.