পুনেতে ভয়াবহ দুর্ঘটনা, আবাসনের দেওয়াল ভেঙে মৃত ১৫
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ পুনেতে একটি বহুতল আবাসনের বাউন্ডারি দেওয়াল পাশ্ববর্তী শ্রমিকদের বস্তিতে ভেঙে পড়লে ১৫ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পুনের কন্ধওয়া এলাকার তালাব মসজিদের কাছে । শ্রমিকেরা পাশ্ববর্তী এলাকায় একটি নির্মিয়মান এলাকায় কাজ করত বলে জানা গেছে ।
ছবি, সৌঃ আন্তর্জাল
দুই থেকে আরো তিনজন ধ্বংসস্তুপের তলায় আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে । আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধারকার্য জারি রয়েছে । এন ডি আর এফ উদ্ধারকাজে হাত লাগিয়েছে। পুনে পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, কি কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করা হবে ।
শ্রমিকদের বেশিরভাগই বাইরের রাজ্য থেকে আসা । মৃতদের মধ্যে এক মহিলা ও চার শিশু রয়েছে ।
গত বৃহস্পতিবার থেকে পুনেতে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে । শুক্রবারও বৃষ্টি হয়েছে প্রচুর । দুর্ঘটনাস্থলের ভয়ঙ্কর সব ছবি উঠে এসেছে । দেখা গেছে দেওয়াল ভেঙে পড়ার ফলে পার্কিং লটে পার্ক করে রাখা গাড়ি বিপজ্জনকভাবে ঝুলছে। গাড়িগুলি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । গাড়িগুলো সরানোর কাজও চলছে । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । ব্যাপক বৃষ্টিপাতের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।
শ্রমিকদের বেশিরভাগই বাইরের রাজ্য থেকে আসা । মৃতদের মধ্যে এক মহিলা ও চার শিশু রয়েছে ।
গত বৃহস্পতিবার থেকে পুনেতে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে । শুক্রবারও বৃষ্টি হয়েছে প্রচুর । দুর্ঘটনাস্থলের ভয়ঙ্কর সব ছবি উঠে এসেছে । দেখা গেছে দেওয়াল ভেঙে পড়ার ফলে পার্কিং লটে পার্ক করে রাখা গাড়ি বিপজ্জনকভাবে ঝুলছে। গাড়িগুলি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । গাড়িগুলো সরানোর কাজও চলছে । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । ব্যাপক বৃষ্টিপাতের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।
কোন মন্তব্য নেই