কলকাতার রাস্তায় দিনদুপুরে হেনস্থার শিকার মহিলা বক্সার, আটক তিন
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মাত্র দিনকয়েক আগেই রাতের কলকাতায় রাস্তায় হেনস্থার শিকার হয়েছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত । এবার ফের দিনদুপুরে কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হলেন জাতীয় স্তরের মহিলা বক্সার সুমন কুমারী।
ছবি, সৌঃ এনডিটিভি.কম
শুক্রবার সকালের ঘটনা । দক্ষিণ কলকাতার মোমিনপুরে সুমন কুমারীকে হেনস্থা করে এক যুবক । পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের কর্মী সুমন ফেসবুকে লেখেন তাঁর হেনস্থা হওয়ার কথা ।
সুমনের অভিযোগ, প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক যুবক । পরে তাঁর উপর চড়াও হয় ঐ যুবক। এক পুলিশ আধিকারিক সামনে থাকা সত্ত্বেও কোনও সাহায্য করেননি তাঁকে বলে অভিযোগ সুমন কুমারীর।
সুমন ফেসবুকে লিখেছেন ঐ যুবক পথ আটকায় ,হুমকি দেয় , তারপর আমি চিৎকার করি। পুলিশ আধিকারিককে গিয়ে বলি। কিন্তু তিনি সোজা বলে দেন থানায় যেতে । ঘটনার পর আতঙ্কিত সুমন সোজা চলে যান অফিসে ।
এই নিয়ে সোরগোল পড়ে যায়। লালবাজারের তরফে ব্যবস্থা নেওয়া হয় । পুলিশ ঘটনা সংক্রান্তে তিনজনকে আটক করেছে । আটক ব্যক্তিরা হল রাহুল শর্মা, শেখ ফিরোজ ও ওয়াসিম খান।
কোন মন্তব্য নেই