Header Ads

পান্ডুতে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৯ তম তিরোধান দিবস পালন ।


দেবযানী পাটিকর ,গুয়াহাটি। পাণ্ডু স্থিত লোকো কোলনিতে দুই দিনের কার্যসূচিতে পালন করা হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৯ তম তিরোধান দিবস।এই উপলক্ষে রবিবার সকালে পতাকা উত্তলনের দ্বারা অনুষ্ঠানের শুভরাম্ভ করা হয়| বিকেলে ব্রহ্মপুত্র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ১০৮টি কলস করে জল আনা হয় ।সন্ধ্যার পর অধিবাস পুজোর পর  স্থানীয় শিল্পী ও অতিথি শিল্পীদের দ্বারা ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়। সোমবার দিন সকালে বাবার প্রতিকৃতিসহ নগর পরিভ্রমণ  করা হয় । দুপুরে হয় মহাপূজা ও অঞ্জলি প্রদান। বিকেলে ধারাপুরবাসী নব ঘনশ্যম ঘোষাদলের দ্বারা ভক্তি গীত পরিবেশন করা হয়। সন্ধ্যাতে বিশ্ববাসীর মঙ্গলকামনায় ১০৮ টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এদিন সন্ধ্যায় ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন শিল্পীরা ।বাবা লোকনাথের তিরোধান উৎসব উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় লোকনাথ মন্দির প্রাঙ্গণে।এই উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.