১৩ জন যাত্রী সমেত মাঝ আকাশে নিখোঁজ বায়ুসেনার বিমান
ছবি, সৌঃনিউজ১৮.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, যোরহাটঃ ১৩ জন যাত্রী সমেত মাঝ আকাশে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান। ৮ জন বিমান কর্মী-সহ তাতে ৫ জন যাত্রী ছিলেন বলে বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে। বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা বেজে ২৫ মিনিটে অসমের যোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে অরুণাচলের মেচুকার অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশে রওনা দিয়েছিল আন্তোনভ এএন-৩২ বিমানটি। তার কিছু ক্ষণ পর, দুপুর ১টা নাগাদ বিমানটি নিখোঁজ হয়ে যায়। মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডটি চিন সীমান্ত সংলগ্ন। ২০১৬ সালেও এ ভাবেই বায়ুসেনার আর একটি আন্তোনভ বিমান নিখোঁজ হয়ে গিয়েছিল। চেন্নাই থেকে আন্দামান-নিকোবর যাওয়ার পথে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনও হদিশ আজও মেলেনি। পাওয়া যায়নি ধ্বংসাবশেষও।
কোন মন্তব্য নেই