Header Ads

গ্রেটার গুয়াহাটির বেবি লীগের বিজয়ী হকস, রাইনোজ এবং ক্রজ।


দেবযানী পাটিকর, গুয়াহাটি। আসামে প্রথম বার অনুষ্ঠিত হওয়া গ্রেটার গুয়াহাটি বেবি ফুটবল লীগের বিভিন্ন শাখার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে যায় রবিবার। গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১১, ১৩. ১৪ শাখার ফাইনালে বিজয়ী হয় সরুসজাই হকস,জিটিসি রাইনোজ,আর এনএফআরএসএ ক্রজ।সরুসজাই হকস আর জীওয়াই ও এসএফসিসির মাঝে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব১১র ফাইনালে ২-০র ব্যবধানে জয়ী হয় সরুসজাই হকস,।আবার অনূর্ধ্ব১৩র ফাইনালে জিটিসি রাইনোজ১-০গোলের ব্যবধানে পরাজিত করে রিংচাং ঈগলকে।ওদিকে এনএফআর ও এসএ ক্রজ বিএম ওযাইসি থান্ডারকে ২-০গোলের ব্যবধানে পরাস্ত করে অনূর্ধ্ব ১৪র বিজয়ী হয়।
উল্লেখ্য যে গুয়াহাটির সিটিএফসি আর স্পোর্টস ম্যানেজমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হওয়ায় এই প্রতিযোগিতাতে মোট ৮৪টি দলে অংশগ্রহণ করে ।পাঁচটি বয়সের প্রায় ৯০০ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।দুটি ডিভিশনে পয়েন্ট হিসাবে খেলা হয় ।এই খেলার উদ্দ্যেশ্য ছিল  শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলার  ভাবনাকে উজ্জীবিত করা ।এ প্রসঙ্গে অপারেটর এবং জিসিএফসির কোড ফাউন্ডার কেশব চক্রবর্তী বলেন যে এই ধরনের বেবী লীগ রাজ্যের  অন্যান্য স্থানেও খেলার ব্যবস্থা করা হবে। খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ,ট্রফি ও শংসাপত্র বিতরণ করা হয় ।এছাড়াও ৮২ জন খেলোয়াড়কে "স্টার্স অফ বেবী লীগ"  প্রদান করা হয় ।এবং ১০ জন কোচকে এনার্জি ট্রফি  সম্মানে সম্মানিত করা হয়। খেলার অন্তিম দিনে  আসাম সরকারের  স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর ধর্মকান্ত মিলি, গুয়াহাটি  সিটি এফসির প্রেসিডেন্ট সিদ্ধার্থশঙ্কর ডেকা,জিসিএফসির ভাইস প্রেসিডেন্ট রংমন দাসের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.