Header Ads

মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত, ভারত তৈরি করবে স্পেস স্টেশন

প্ৰতীকী ছবি, সৌঃ নিউজক্লিক.ইন
নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলংঃ ‘ইসরো’ঐতিহাসিক পদক্ষেপ  নিতে চলেছে আগামিতে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে । প্রথমবারের মতো নিজস্ব  স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরো। ইসরোর চেয়ারম্যান কে শিবান বলেছেন গগনযান মিশনের অভিযানের সাফল্যের জন্যই ভারত পৃথক স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করছে । ২২ টনের একটি স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে । যাতে মহাকাশচারীরা ১৫-২০ দিন থাকতে পারবেন । এই প্রকল্পটি গগনযান মিশনেরই বর্ধিত রূপ । উল্লেখ্য, ১৫ জুলাই ‘চন্দ্রযান-২’ পাড়ি দেবে চাঁদের  উদ্দেশ্যে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.