Header Ads

মহিলার মৃত্যুর তদন্তে সি আই ডি

প্ৰতীকী ছবি
ননী গোপাল ঘোষ-শিলংঃ মেঘালয় পর্যটন দপ্তরে কর্মরত মহিলা কর্মী আইয়োবিয়াংহুন সোহখেরের মৃতদেহ পাওয়া গিয়েছিল রি-ভোই জেলার উমবিরের জঙ্গলে। মৃতদেহের গলায় জড়ানো ছিল নাইলনের দড়ি এবং বা হাতে ছিল নিল রঙের ছোপ। মৃতদেহের কাছেই পড়ে ছিল ব্যাগ ও জুতো । জঙ্গলে মাশরুম  তুলতে  যাওয়া  কিছু মহিলা মৃতদেহটি প্রথম দেখতে পান। গত ৬ জুন মৃতদেহটি পাওয়া গিয়েছিল । বিশদ তদন্তের স্বার্থে বর্তমানে সি আই ডি-কে তদন্তের ভার দেওয়া হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.