Header Ads

হিমাচলপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪


নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ হিমাচল প্রদেশের কুলু জেলায় বাস দুৰ্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হয়েছে। গুরুতর অবস্থায় রয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার বিকেলে দুৰ্ঘটনাটি ঘটে। ক্ষমতার চেয়ে বেশি যাত্ৰী নেওয়ায় নিয়ন্ত্ৰণ হারিয়ে ৫০০ মিটার গভীর খাদে পড়ে বাসটি। 

কুলুর বানজার এলাকায় পাহাড়ি পথে বাসটি চলার সময় নিয়ন্ত্ৰণ হারিয়ে খাদে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স এবং ডাক্তারদের দলও। জানা গেছে ৭০ জনেরও বেশি যাত্ৰী নিয়ে বাসটি হিমালচলপ্ৰদেশের বানজার এতেক গাড়াগুসানি যাচ্ছিল। দুৰ্ঘটনায় আহতদের বানজার সিভিল হাসপাতাল ও কুলুর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আহত অনেকেরই হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘটনায় ট্যুইটে শোক প্ৰকাশ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। মৃত এবং আহতদের পরিবার পরিজনদের প্ৰতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.