Header Ads

ব্ৰিটিশ হেরাল্ডের সমীক্ষায় ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালি ব্যক্তি ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে চিহ্নিত হলেন দেশের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। ব্ৰিটিশ হেরাল্ড এক সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষাতেই ভোটের মাধ্যমে মতামত উঠে এসেছে। 
ছবি, সৌঃ আন্তর্জাল
২০১৯ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে নিৰ্বাচিত হয়েছেন মোদি। মোট ভোটের ৩০.৯ শতাংশ ভোট পেয়েছেন মোদি। এরপরই রয়েছেন রাশিয়ার রাষ্ট্ৰপতি ভ্লাদিমির পুতিন। তিনি পেয়েছেন ২৯.৯ শতাংশ ভোট, আমেরিকার রাষ্ট্ৰপতি ডোনাল্ড ট্ৰাম্প পেয়েছেন ২১.৯ শতাশ ভোট এবং চিনের রাষ্ট্ৰপতি শি জিনপিং পেয়েছেন ১৮.১ শতাংশ ভোট। ব্ৰিটিশ হেরাল্ডের এই সমীক্ষায় বিশ্বের ২৫ জনেরও বেশি শক্তিশালি নেতার নাম রয়েছে। ব্ৰিটিশ ম্যাগাজিনের এই সংস্করণ প্ৰকাশিত হবে ১৫ জুলাই। প্ৰসঙ্গত, এই সমীক্ষা শুধুমাত্ৰ ভোটিং দিয়েই হয়নি। ব্ৰিটিশ হেরাল্ডের রিডারদের ভোট দেওয়ার জন্য ওয়ান টাইম পাসওয়াৰ্ড দেওয়া হয়েছিল। এটা এজন্যই দেওয়া হয়েছিল যাতে কোনও ব্যক্তি নিজের পছন্দের ব্যক্তিকে একাধিকবার ভোট দিতে না পারেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.