Header Ads

গোটা দেশে পালিত হল যোগ দিবস

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ পঞ্চম আন্তৰ্জাতিক যোগ দিবসে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে যোগাসনের অনুষ্ঠানে যোগ দিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। 
ছবি, সৌঃ এএনআই
কলকাতায় যোগাসনের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল কেশরীনাথ ত্ৰিপাঠী। প্ৰতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিংকেও যোগ দিবস অনুষ্ঠান পালন করেন। ভারত-চিন সীমান্তে বরফে ঢাকা পাহাড়ের মাথায় মাইনাস ১০ ডিগ্ৰি তাপমাত্ৰায় যোগাসন করেন সেনাবাহিনীর আইটিবিপি জওয়ানরা।
ছবি, সৌঃ আন্তর্জাল
 মুম্বইয়ে বলিউড অভিনেত্ৰী শিল্পা শেট্‌ঠি কুন্দ্ৰা বিশাল জন সমাগমের ভিড়ে এদিন যোগাভ্যাস করেন। শিল্পা তাঁর ভাষণে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে যোগাভ্যাসকে বিশ্ব দরবারে তুলে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। বলেন- বহু বছর ধরে তিনি যোগ চৰ্চার প্ৰতি সকলের আকৰ্ষণ আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোদি তাঁর কাজকে অনেকটা সহজ করে দিয়েছেন। তিনি বলেন- যোগাভ্যাসের জন্য সবাইকেই প্ৰতিদিন নিজেকে অন্তত কিছুটা সময় দেওয়া উচিত।
ছবি, সৌঃএএনআই
 অভিনেতা অনুপম খের, অভিনেত্ৰী বিপাশা বসু নিজের যোগ চৰ্চার ছবি এদিন ইন্সটাগ্ৰামে শেয়ার করেছেন। ট্যুইটারে নিজের যোগ করার ছবি প্ৰকাশ করেছেন অভিনেত্ৰী উৰ্মিলা মাতন্ডকর। অসমের গুযাাহাটিতে সরুসজাই স্টেডিয়ামে যোগ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল।  কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা উপলক্ষে আসা ১০০ জনেরও বেশি নাগা সাধু এদিন যোগাভ্যাস করেন। 
ছবি, সৌঃ ইনসাইডএনই
২০১৪ সালের ডিসেম্বরে রাষ্ট্ৰসংঘের সাধারণ সভায় ২১ জুন তারিখকে আন্তৰ্জাতিক যোগ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তার পর থেকে প্ৰতি বছর ২১ জুন দিনটি আন্তৰ্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.