Header Ads

অরুণাচলপ্ৰদেশের চিন সীমান্তে দুৰ্গম এলাকায় সেনা জওয়ানদের চিকিৎসায় নিয়োগ মহিলা মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন কল্পনা কুণ্ডু

ছবি, সৌঃ জি নিউজ

নয়া ঠাহর প্ৰতিবেদন, ইটানগরঃ সেনার ইতিহাসে এই প্ৰথম কোনও মহিলাকে হিমালয়ের দুৰ্গম অঞ্চলে জওয়ানদের চিকিৎসা করার জন্য দায়িত্ব দেওয়া হল। অরুণাচলপ্ৰদেশের দুৰ্গম এলাকায় সেনা জওয়ানদের চিকিৎসা করবেন মহিলা মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন কল্পনা কুণ্ডু। 

সেনাবাহিনীর এক বাৰ্তায় জানা গিয়েছে গত বৃহস্পতিবার অরুণাচল চিন সীমান্তে প্ৰকৃত নিয়ন্ত্ৰণ রেখায় টহলদারিতে পাঠানো হয় ক্যাপ্টেন কুণ্ডুকে। সেখানে এতো বেশি উচ্চতা, কনকনে ঠান্ডা, এছাড়াও আরও নানা ধরনের প্ৰতিকূল পরিবেশে এ ধরনের কাজ মেয়েদের পক্ষে একটু বেশিই চ্যালেঞ্জিং। কিন্তু সমস্ত বাধা বিপত্তি অগ্ৰাহ্য করে কাজে যোগ দিলেন কল্পনা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.