বাংলাদেশের বন্দরটিলা এলাকায় সোনার ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার
ছবি, সৌঃ বাংলানিউজ২৪.কম
চট্টগ্ৰামঃ বাংলাদেশের বন্দরটিলা এলাকায় উদ্ধার হল সোনার ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ। রবিবার দুপুরে আয়েশার মায়ের গলির মনিশ্ৰী জুয়েলাৰ্স নামে সোনার দোকানে বছর ৪৬এর সঞ্জয় ধর নামের ব্যক্তিটির মৃতদেহ উদ্ধার করে ইপিজেড থানা পুলিশ।
সঞ্জয়ের বাড়ি কক্সবাজার এলাকায় তবে ব্যবসা সূত্ৰে তিনি থাকতেন বন্দরটিলা। তাঁর বাবার নাম স্বৰ্গীয় সুধারাম ধর। জানা গেছে গত শুক্ৰবার রাতে ওই দোকানে ৪ থেকে ৫ জন লোক তার সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সোনার দোকানটিতে সোনা কেনা বেচার পাশাপাশি সুদের ব্যবসাও চলতো। প্ৰাথমিকভাবে পুলিশের ধারণা টাকার লেনদেনের কারণেই সঞ্জয়কে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা সঞ্জয়কে মারার পর প্ৰমাণ লোপাটের জন্য সিসিটিভি খুলে নিয়ে গেছে। তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই