Header Ads

বাবার মৃত্যুর খবর পেয়েও দেশের জন্য অবিচলিভাবে খেলে জয় হাসিল মিজো খেলোয়াড়ের


ছবি, সৌঃ ইন্ডিয়া.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ বাবার মৃত্যুর খবর পেয়েও দেশের জন্য অবিচলিভাবে খেলার সিদ্ধান্ত নিলেন মণিপুরের হকি খেলোয়াড় লালরেমসিয়ামি। জাপানে অনুষ্ঠিত এফআইএস সিরিজ হকি টুৰ্নামেন্টের সেমি ফাইনাল ছিল শনিবার। চিলির বিরুদ্ধে মাঠে নামার প্ৰস্তুতি নিচ্ছিলেন এই হকি তারকা। তখনই হৃদযন্ত্ৰের ক্ৰিয়া বন্ধ হয়ে তাঁর বাবার মৃত্যুর খবর আসে। কিন্তু দৃঢ়মনা লালরেমসিয়ামি বিচলিত না হয়ে টুৰ্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

 সেই খেলায় ভারত চিলিকে ৪-২ গোলের ব্যবধানে ধরাশায়ী করে। এরপর রবিবার অনুষ্ঠিত ফাইনালে ঘরোয়া দল জাপানকে ৩-১ গোলে পরাস্ত করে জয়ী হয় ভারতীয় হকি দল। বাবার মৃত্যুর খবর পেয়েও অবিচলিতভাবে খেলার সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্যুইটারে লালরেমসিয়ামির ভূয়সী প্ৰশংসা করেন কেন্দ্ৰীয় ক্ৰীড়া ও যুব কল্যাণ মন্ত্ৰী কিরেণ রিজিজু।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.