Header Ads

আইইডি বিস্ফোরণে শহিদ অসমের আরও এক সেনা জওয়ান

 
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ সেনা জওয়ান নিরোদ শৰ্মার পর ঝাড়খণ্ডে শহিদ হলেন অসমের আরও একজন সেনা জওয়ান। ২০৯ কোবড়া ব্যাটেলিয়নের জওয়ান সুনিল কলিতা আইডি বিস্ফোরণে আহত হয়েছিলেন। নয়া দিল্লির এইমস-এ গত ৪ জুন থেকে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার জীবন যুদ্ধে হার মানে সুনিল। ঝাড়খণ্ডের শরাইকেলা জেলায় মাওবাদী হামলায় আহত হয়েছিল সিআরপিএফ এবং ঝাড়খণ্ড আৰ্মড পুলিশ (জেএপি) এর মোট ২৬ জন জওয়ান। সেখানে সুনিলও ছিলেন। ঝাড়খণ্ডের রাঢ সিনদ্ৰি গ্ৰামে সেনাবাহিনীর টহলদারীর সময় আইইডি বিস্ফোরণটি ঘটেছিল। অন্যদিকে, অসমের এসএসবি জওয়ান অনন্ত বড়ুয়া রাজস্থানে কৰ্মরত অবস্থায় অতিরিক্ত গরমে প্ৰাণ হারান। শুক্ৰবার তাঁর মৃতদেহ গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে। এদিন অসমের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নলবাড়িতে শহিদ জওয়ান নিরোদ শৰ্মার পরিজনের সঙ্গে দেখা করেন। ইউক্ৰেনে জলে ডুবে মৃত্যু হওয়া মেডিকেল কলেজের ছাত্ৰ নিকুমনির মৃতদেহও এদিন গুয়াহাটিতে আনা হয়েছে।
     

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.