Header Ads

সরকারি নির্দেশে হাফলং টাউন কমিটির নাম বদল করে হাফলং পৌর বোর্ড করা হল

বিপ্লব দেব, হাফলংঃ হাফলং টাউন কমিটির নাম বদল করে অবশেষে পৌর বোর্ড করা হয়েছে। হাফলং টাউন কমিটির এখন নতুন নাম করণ করা হয়েছে হাফলং পৌর বোর্ড। ২০১৮ সালের ১১ অক্টোবর ইডিডি(বি)/ ৩৬১২০১৭/৩-এ নম্বরের এক সরকারি নির্দেশ মর্মে  উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের এনসিএইচএসি/জিএডি/টিসি/২(পিটি=১১) ২০১৮-১৯ নম্বরে ৩ জুন ২০১৯ ইং তারিখের অনুমোদন ক্রমে হাফলং টাউন কমিটির সিইও থাইসোডাও দাওলাগাপু এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। এখন থেকে হাফলং টাউন কমিটিকে হাফলং পৌর বোর্ড নামে জানা যাবে। নতুন নিয়ম অনুসারে নির্বাচনের মাধ্যমে পৌর বোর্ড গঠন করা হবে। তবে এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন তবে ইতিমধ্যে হাফলং পৌর বোর্ডের অধীনে ওয়ার্ড গঠন করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। হাফলং শহরকে মোট ১৩ টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। এখন থেকে ওয়ার্ড কমিশনারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই পৌর বোর্ড গঠন করা হবে। হাফলং টাউন কমিটির আগের নিয়ম অনুসারে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত যে রাজনৈতিক দল ক্ষমতা দখল করে ওই রাজনৈতিক দল থেকে টাউন কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিযুক্তি উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ক্ষমতাশীন কার্যনির্বাহী সমিতি। তবে এখন থেকে রজ্যের অনান্য পৌরসভা ও পৌর বোর্ডের নিয়ম অনুসারে পৌর বোর্ড গঠন করার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ষষ্ট তপশিলির অন্তর্ভূক্ত কার্বি-আংলং জেলার টাউন কমিটি গুলির নাম পরিবর্তন করে পৌর বোর্ড করা হয়েছে। ইতিমধ্যে কার্বি-আংলং জেলায় ৯ টি পৌর বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পৌর বোর্ড গঠন করা হয়েছে কার্বি-আংলংয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.