Header Ads

জি ২০ সন্মেলনেও সন্ত্রাসবাদ উঠে এলো মোদির বক্তব্যে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর এই প্রথমবারের মতো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হল জি ২০ সন্মেলনে দুই নেতার। জি ২০  সন্মেলনে দুই দেশের বাণিজ্যিক ও প্রতিরক্ষা বিষয়ে কথা হয়েছে দুই নেতার । বৈঠকের পর ট্রাম্প  বলেন, দুই দেশের সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে । দুই দেশ কখনও এতটা কাছাকাছি আসেনি ।

ট্রাম্প বলেন, তিনি একটা বড় ঘোষণা করতে চলেছেন । ট্রাম্পের এই ঘোষণার জেরে শুরু হয়েছে জল্পনা । তবে কি , দীর্ঘদিনের যে বাণিজ্যিক অনুমোদন ছিল তা সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকা, তা আবার প্রত্যাহারের আগের অবস্থায় ফেরাবে আমেরিকা? আমেরিকার ঘোষণার পর ভারত চাপ বাড়াতে ২৮ -টি আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করে বসে। দুই নেতার বৈঠকের পর এবিষয়ে শীতলতা কমার যথেষ্ট সম্ভাবনা দেখছেন অভিজ্ঞ মহল।

ত্রিপাক্ষিক বৈঠকেও বসেন মোদি, ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। মোদি সেখানে বলেন,সন্ত্রাসবাদ মানবতার জন্য বড় বিপদ। সন্ত্রাসবাদ কেবল নিরীহ মানুষকে হত্যাই করে না। সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের ওপরও প্রভাব ফেলে ।

জাপানের ওসাকাতে শুরু হয়েছে জি ২০ সম্মেলন । বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা হাজির হয়েছেন ওসাকাতে । সেখানে মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, গোটা দেশকে একজোট করার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন মোদি । এটা দারুণ জয়,খুব বড় জয়, আপনার এটা প্রাপ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.