হাসপাতালে রোগীদের রোগ নিরাময়ে ভেষজ গাছ লাগাবেন স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ৩ টার পর ডাক্তাররা নার্সিংহোমে চিকিৎসা করলে কোনও আপত্তি নেই স্বাস্থ্যমন্ত্রীর
ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাঙ্গনে আমলকি, হরিতকি প্রভৃতি ভেষজ জাতীয় গাছ গাছরা রোপন করা হবে, হাসপাতালের রোগীদের নিরাময়ে সেই গাছ গাছরা ও সহায়ক হবে।
রাজ্যের পুৰ্ত্ত ও স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সব মেডিকেল কলেজ ছাড়াও পুৰ্ত্ত বিভাগের ভবনের আশেপাশে বৃক্ষ রোপন করে অসমে সবুজ স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শুক্ৰবার লখিমপুর মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের সঙ্গে ১১০০ গাছ রোপন করেন। এদিন তিনি তাঁর নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনার কথা শোনান। তিনি বলেন- পুৰ্ত্ত বিভাগের ভবন নির্মাণের শুরুতেই কয়েক হাজার গাছ রোপন করা হবে, ঠিকাদারদের গাছগুলি প্রতিপালনের দায়িত্ব দেওয়া হবে।
ভবনগুলোর নির্মাণ সম্পূর্ণ হওয়ার সময় গাছগুলোও বড় হয়ে যাবে। সরকারি হাসপাতালের ডাক্তারদের ডিউটি সম্পর্কে মন্ত্রী শর্মা বলেন, ডাক্তাররা বেলা ৩ টার পর যে কোনও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে পারেন, তাতে বাধা নেই, কলেজের অধ্যাপকরাও তা করেন। সড়কগুলোর দুরবস্থা সম্পর্কে বলেন, প্রতিজন বিধায়ককে ৪০, ৫০কোটি দেওয়া হয়েছে। বিধায়করা যদি সড়কগুলোর গুরুত্ব না বুঝে অন্য কাজ করেন তবে তাঁর বলার কিছু নেই বলে মন্তব্য করেন।
পুৰ্ত্ত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যে ১০ হাজার কিলোমিটার পথ নির্মাণ করা হবে। লখিমপুরের এই বৃক্ষ রোপন অনুষ্ঠানে সাংসদ প্রদান বড়ুয়া, মন্ত্রী পীযুষ হাজরিকা প্রমুখ উপিস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই