খাগড়াগড় কাণ্ডের এক চক্রী হাবিবুরের এন আই এ হেফাজত
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ আদতে পশ্চিমবঙ্গের বোলপুরের বাসিন্দা হাবিবুর রহমান শেখের ১১ দিনের এন আই এ ( জাতীয় তদন্তকারী সংস্থা ) হেফাজতের নির্দেশ দিল কলকাতার বিশেষ এন আই এ আদালত ।
জে এম বি-র সক্রিয় সদস্য কওসরের ঘনিষ্ঠ ছিল হাবিবুর। গতবছর বেঙ্গালুরু থেকে কওসর ও মুস্তাফিজুর গ্রেফতার হলেও পালিয়ে গিয়েছিল হাবিবুর। অবশেষে কয়েকদিন আগে বেঙ্গালুরু থেকেই এন আই এ-র জালে আটক হয় হাবিবুর।
জে এম বি-র সক্রিয় সদস্য কওসরের ঘনিষ্ঠ ছিল হাবিবুর। গতবছর বেঙ্গালুরু থেকে কওসর ও মুস্তাফিজুর গ্রেফতার হলেও পালিয়ে গিয়েছিল হাবিবুর। অবশেষে কয়েকদিন আগে বেঙ্গালুরু থেকেই এন আই এ-র জালে আটক হয় হাবিবুর।
কোন মন্তব্য নেই