আন্তঃরাষ্ট্রীয় স্কচ পুরস্কারে পুরস্কৃত এমট্রন।
নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি। আন্ত: রাষ্ট্রীয় পুরস্কারে স্কচ পুরস্কারে পুরস্কৃত হল এমট্রন। শনিবারে এমট্রন লাভ করে নতুন সফলতা। এমট্রনের দ্বারা অসম আবকারী পোর্টালের বিকাশের জন্য আন্ত:রাষ্ট্রীয় পর্যায়ের কর্পোরেট জগতে উৎকৃষ্ট শ্রেণীর রেঙ্ক প্লাটিনাম স্কচ এওয়ার্ড লাভ করে এমট্রন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে স্কচের ৫৮ নম্বর সংস্করনে এই পুরস্কার এমট্রন কে প্রদান করা হয়|I
- উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত প্রায় চার বছর আগে ব্রডব্যান্ড আর ইন্টারনেট কে অধিকউন্নত পর্যায়ে নেবার কথা ঘোষণা করার পর এক বৃহৎ সংখ্যক লোক এতে ইতিবাচক প্রক্রিয়া ব্যক্ত করেছিলেন ।প্রধানমন্ত্রীর ঘোষণার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিজিটাল ইন্ডিয়ার অভিযানকে আরো অধিক লাভজনক করে তোলার জন্য, আসামকেও এর সাথে জুড়ে রাজ্য প্রশাসনের সাথে সর্বসাধারণকেও ডিজিটাল ব্যবস্থার সাথে সংযুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন।মুখ্যমন্ত্রীর এই আগ্রহের জন্যই আবকারী বিভাগ প্রথম অবস্থায় বিভাগটিতে কাগজে কলমে লেখাপড়ার পরিবর্তে অধিক স্বচ্ছ আর নির্ভুল করার উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ হাতে নেয়।
এক্ষেত্রে এমট্রনের দাঁড়াই উক্ত কাজ খুব কম সময়ের ভিতর সম্পূর্ণ করে তুলতে বিভাগটি সক্ষম হয়। এই ক্ষেত্রে আবকারী মন্ত্রি পরিমল শুক্ল বৈদ্য বিশেষ উদ্যোগ হাতে নেয় ও এমট্রনের দ্বারাই উক্ত কার্য খুব কম সময়ের ভিতর সম্পূর্ণ করে তুলতে বিভাগটি সক্ষম হয়। এদিকে রাজ্যের হয়ে এমট্রন সাফল্যের এই সম্মান লাভ করতে সক্ষম হয়। উল্লেখ্য যে শনিবার নতুন দিল্লীতে স্কচ গ্রুপের অধ্যক্ষ সমীর কোচার ও এমট্রন গ্রূপের অধ্যক্ষ এবং বিধায়কের রমেন্দ্রনারায়ণ কলিতার সাথে পরিচালক পরিচালক এম কে যাদব আর আবকারী বিভাগের উপযুক্তের হাতে এই পুরস্কার অর্পণ করা হয়।
কোন মন্তব্য নেই