ম্যানগ্রোভ যথাসম্ভব বাঁচিয়ে ছুটবে ট্রেন
নয়া ঠাহর ওয়েব ডেক্সঃ সম্প্রতি মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী জানিয়েছিলেন, বুলেট ট্রেন প্রকল্পের জন্য কাটা পড়তে চলেছে প্রায় ৫৪ হাজার ম্যানগ্রোভ গাছ। মন্ত্রীর এই বয়ানের পড়েই পরিবেশ প্রেমীরা মুখর হন। গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে গাছ কাটার বিরুদ্ধে । এর জেরে নড়েচড়ে বসে রেল প্রশাসন । বদল আনা হবে নকশায় বলে জানায় জাতীয় দ্রুতগামী রেল প্রশাসন। নকশায় রদবদল হলে গাছ কাটা পড়বে কম। পরিবেশ মন্ত্রক থানে রেল স্টেশনের নকশায় প্রয়োজনীয় বদল আনার নির্দেশ দেয় রেলকে ।
নতুন নকশায় ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতি কমে যাবে অনেকটাই। প্রায় ৫৪ হাজার গাছের জায়গায় নতুন নকশায় কাটা পড়বে ৩২ হাজার গাছ। তার বদলে লাগানো হবে ১ লক্ষ ৬০ হাজার গাছ। এর ফলে, যেখানে অরণ্যের ক্ষতি হওয়ার কথা ছিল ১২হেক্টর এলাকা জুড়ে, সেখানে তা কমে দাঁড়াবে ৩ হেক্টরে।
কোন মন্তব্য নেই