বিধানসভার প্রবেশদ্বারে অনশন ধর্মঘট করে বিদ্যুৎ সমস্যার সমাধান চান কমলক্ষ্য
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বিজেপি সরকারের ভিশন ডকুমেন্টে হাজার প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল আঁধার এর দিন চিরতরে শেষ হবে, ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে, লোডশেডিং হবে না। কিন্তু বাস্তবে কি ঘটছে গ্রাম অসমে দিনে ৮, ১০ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বরাক উপত্যকার অবস্থা শোচনীয়, বরাকের বিজেপি বিধায়কদের কোনও সক্রিয় ভূমিকা বিধানসভাতে দেখা যায় না।
উত্তর করিমগঞ্জ এর এক মাত্র কংগ্রেস বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থকে বিধানসভায় করিমগঞ্জ জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সবসময় সোচ্চার হতে দেখা যায়। পয়েন্ট অফ অর্ডার, জিরো আওয়ার, প্রশ্নোত্তর এর সময় এই বিধায়ক বার বার করিমগঞ্জ এর ১৩২কে ভি লাইন নিয়ে বহু বার প্ৰশ্ন করেও সরকারের ভাসা ভাসা উত্তর পেয়েছেন।
সরকারের সদিচ্ছার অভাব লক্ষ্য করা গেছে, শুধু মিথ্যা প্রতিশ্রুতি,দেখে দেখে হতাশ কমলক্ষ্য শেষ পর্যন্ত বিধানসভার অধ্যক্ষ কে শনিবার এক পত্র দিয়ে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিধানসভায় প্রথম দিন বিধানসভার প্রবেশ পথে অনশন ধর্মঘট করার অনুমতি প্রার্থনা করলেন। এই ধরণের আগাম পত্র দিয়ে অনশন ধর্মঘট করার নজির খুব একটা নেই। তবে বিদ্যুৎ সমস্যার মতো জ্বলন্ত সমস্যা সমাধান চেয়ে বিধায়ক যে পথে হাঁটতে বাধ্য হয়েছে। ২৪ ঘন্টা বিদ্যুৎ এর বদলে বেশ কয়েক ঘন্টা আঁধারে থাকা ভুক্তভোগী মানুষের সমর্থন তিনি পাবেন।
কোন মন্তব্য নেই