রীমা দাস এর নতুন ছবি পূর্ণচন্দ্র নির্মাণের জন্য ৫০ লাখ টাকা দেবে রাজ্য সরকার
নয়া ঠাহর প্রতিবেদনঃ রীমা দাসের নতুন ছবি পূর্ণচন্দ্র নির্মাণের কাজ শীঘ্রই আরম্ভ হবে ।এই বার রীমাকে ছবি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করবেন রাজ্য সরকার । রীমা দাসের নতুন ছবি পূর্ণচন্দ্র নির্মাণের জন্য ৫০ লাখ টাকা প্রদান করবে রাজ্য সরকার ।এ কথা ঘোষণা করেছেন আসাম রাজ্যের অধ্যক্ষ যতীন বরা ।আগামী আগস্ট মাস থেকে রীমার চিত্রগ্রহণের কাজ আরম্ভ হবে।









কোন মন্তব্য নেই