বিশ্বকাপে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারাল ভারত
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ ক্ৰিকেট বিশ্বকাপে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারাল ভারত। ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছেন বিরাট কোহলি। ৮২ বলে ৭২ রান করেছেন বিরাট। এমএস ধোনি ৬১ বলে ৫৬ রান অৰ্জন করেছেন।
ছবি, সৌঃআন্তৰ্জাল
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৭ উইকেট খুইয়ে ২৬৮ রান তোলে। এদিন বিরাট কোহলির মুকুটে নয়া পালক জুড়ল। ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোন্ডারের বল মিড অফে ঠেলে নিজের ৩৭ রানের মাথায় ছুঁয়ে ফেলেন দ্ৰুততম ২০ হাজার রানের মাইল ফলক। সচিন তেন্ডুলকার, ব্ৰায়ান লারার মতো কিংবদন্তিদেরও পেছনে ফেলে দেন বিরাট। তবে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ভাল শুরু করতে পারেনি টিম ইন্ডিয়া।









কোন মন্তব্য নেই