বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনায় আটক তিন
নয়া ঠাহর প্ৰতিবেদন, ঢাকাঃ বাংলাদেশের বরগুনা শহরের কলেজ রোডের ক্যালিক্স কিন্ডারগার্টেনের সামনে প্রকাশ্য দিবালোকে স্ত্রী আয়েশা সিদ্দিকার চোখের সামনে রিফাত শরীফ নামে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল গত বুধবার ।
এই ঘটনায়,বৃহস্পতিবার রাত অবধি তিনজনকে আটক করেছে পুলিশ । রিফাতের স্ত্রী একাই স্বামীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন । অনেকেই ঘটনাটা দেখলেও রিফাতকে বাঁচাতে এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে ।
এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার সকালে খুনের ঘটনাটি ঘটেছিল । রিফাতের বাবা দুলাল শরীফ মোট ১২ জনের নামে এজাহার দাখিল করেছিলেন থানায় ।
খুনিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে আদালতের নির্দেশে। আদালত রিফাতের স্ত্রী ও নিকট পরিজনদের নিরাপত্তা দেওয়ার নির্দেশও জারি করেছে ।
রাতের দিকে আরো চারজনকে আটক করা হয়েছে বরিশালে লন্চ থেকে। ধৃত চার সন্দেহভাজনকে জেরা করা হচ্ছে।








কোন মন্তব্য নেই