তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি ভূমিপুত্রদের জন্যে সংরক্ষিত হবে
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া অসমের সংখ্যালঘু মানুয়ের কর্মসংস্থানের লক্ষ্যে জনসংখ্যানুপাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে সরকারি চাকরি সংরক্ষণের জন্যে বিধানসভাতে বিল উত্থাপন করেছিলেন। কিন্তু আইনগত জটিলতার জন্যে তা আর বাস্তবায়িত হয়নি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর, মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত এবং মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পর প্রথম বিজেপি সরকার রাজ্যে জটিল বেকার সমস্যার কথা চিন্তা করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পদে চাকরি সংরক্ষণের লক্ষ্যে বিল আনতে চলেছে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে নয়, শুধু ভূমিপুত্র বা খিলাঞ্জিয়া মানুষের জন্যে এই বিল আগামী বিধানসভা অধিবেশনে তোলা হতে পারে।
বৃহস্পতিবার বিধানসভা নিয়োগ পৰ্য্যালোচনা কমিটির এক সভায় এই গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্তের কথা জানা গেছে। নিয়োগ নীতি সম্পর্কীয় কমিটির চেয়ারম্যান ইনামুল মুসাহারি সাংবাদিকদের জানান, আগামী ক্যাবিনেট কমিটির বৈঠকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে সংরক্ষণ সম্পর্কে ক্যাবিনেট মেমোরেন্ডম প্রস্তুত করা হতে পারে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও চাইছেন প্রস্তাবিত বিল নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হতে। দেশের গুজরাট সহ কয়েকটি রাজ্যে এই সুবিধা আছে।








কোন মন্তব্য নেই