Header Ads

বিজেপি-তে আরএক তৃণমূল বিধায়ক


আলিপুরদুয়ারের কালচিনি কেন্দ্রের বিধায়ক উইলসন চম্প্রামারি দল ছেড়ে যোগ দিলেন বিজেপি -তে।ছবি, সৌঃ ফেসবুক
নয়া ঠাহর প্রতিবেদন, নয়াদিল্লিঃ তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত । লোকসভা ভোটের ফল ঘোষণার পর বেশ কয়েকজন তূণমূল বিধায়ক যোগ দিয়েছেন বিজেপি -তে। এবার দিল্লিতে আজ তূণমূলের আরেক বিধায়ক আলিপুরদুয়ারের কালচিনি কেন্দ্রের বিধায়ক উইলসন চম্প্রামারি দল ছেড়ে যোগ দিলেন বিজেপি -তে।
উইলসন বিজেপি-তে যোগদানের পর বলেন, আগামীতে আরো অনেকেই যোগ দেবেন বিজেপি-তে। তূণমূলে থেকে তিনি কাজের সুযোগ পাচ্ছিলেন না।

লোকসভা ভোটের আগে থেকেই মুকুল রায় একাধিকবার বলেছিলেন, তূণমূলের বহু বিধায়ক যোগ দিতে ইচ্ছুক বিজেপি-তে।
 আজ অবশ্য বিজেপি -তে যোগদান পর্ব এখানেই শেষ হয়নি। দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রও যোগ দিলেন বিজেপি -তে। বিপ্লবের সঙ্গে যোগ দেন ১০ জেলা পরিষদ সদস্য । ১৮ সদস্যের এই জেলা পরিষদের  ১০ সদস্য যোগ দেওয়াতে এই প্রথমবারের মতো রাজ্যে কোন জেলা পরিষদ দখল করার পথে বিজেপি ।
লোকসভা নির্বাচনের সময় খবর রটেছিল লোকসভায় লড়তে চান বিপ্লব । কিন্তু তূণমূল টিকিট দেয় নাট্যকর্মী অর্পিতা ঘোষকে । অর্পিতা হেরে যান। এরপর,  বিপ্লবকে সরিয়ে অর্পিতাকে জেলা সভাপতি করেছে তৃণমূল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.