Header Ads

মা কামাখ্যার আশীর্বাদে হিন্দি আর অসমীয়া ভাষায় গান গাইবো ।কৈলাশ খের



নয়া ঠাহর প্রতি প্রতিবেদন গুয়াহাটিঃ।জনপ্রিয় সুফি গায়ক কৈলাশ খের অম্বুবাচীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মুম্বাই থেকে অসমে এসেছিলেন ।ভরলুমুখ স্থিত সোনারাম ময়দানে জেলা প্রশাসন এবং পর্যটন বিভাগের উদ্যোগে আয়োজন করা অম্বুবাচী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করে একের পর এক সঙ্গীত পরিবেশন করেন কৈলাশ খের। মা কামাখ্যার আশীর্বাদে হিন্দি আর অসমীয়া ভাষাতে  গান গাইবার ইচ্ছা প্রকাশ করেন কৈলাশ খের  ।তিনি   বলেন যে আসামের পূণ্যভূমি ভূপেন হাজারিকার জন্মভূমি ।এই স্থান  অত্যন্ত পবিত্র। তিনি আরো বলেন যে তিনি ভূপেনদার হারমোনিয়ম  নিলামে  ৫ লাখ টাকা দিয়ে কিনেছিলেন যা  এখন পর্যন্ত তার কাছে সযত্নে রক্ষিত রয়েছে । কোন এক সংস্থার দ্বারা নিলাম হয়েছিল এই হারমোনিয়াম ।ভূপেনদার অসাধারণ কাজের প্রশংসা তিনি বলেন যে কামাখ্যা মার আশীর্বাদেটি তিনি ভূপেন দার গান হিন্দি আর অসমীয়া তে  গাইবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.