Header Ads

বাংলাদেশের ধর্মীয় মন্ত্রণালয়ের বাজেটে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ

 নয়া ঠাহর প্রতিবেদন, ঢাকাঃ বাংলাদেশের ধর্মীয় মন্ত্রণালয়ের বাজেটে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বাজেট বরাদ্দে বৈষম্যের অভিযোগ আনলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ।
এক লিখিত বিবৃতিতে তিনি জানিয়েছেন,  বাজেটে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১১-১২ টাকা, সেখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বরাদ্দের পরিমাণ মাত্র তিন টাকা ।
লিখিত বিবৃতিটিতে রাণা দাশগুপ্ত আরো বলেন, যেখানে বাংলাদেশের ৬৪-টি জেলায় মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র গড়তে সরকারি বরাদ্দ ৮৯১-কোটি টাকা সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কোন বরাদ্দই নেই।

রাণা দাশগুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ গঠনের দাবি জানিয়ে এককালীন ২০০ কোটি টাকা বাজেট বরাদ্দের দাবিও জানান  লিখিত বিবৃতিটিতে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.