Header Ads

তামুলকুচির শ্রীখুম্বা বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের তৈরি করা পরিবেশবান্ধব ডাস্টবিন সবার নজর কেড়েছে।



দেবযানী পাটিকর,গুয়াহাটি। নগরের তামিল কুচি মিলনপুরের শ্রীখুম্বা বিদ্যাপীঠের  ছাত্র ছাত্রীদের তৈরি করা পরিবেশবান্ধব ডাস্টবিন সবার নজর কেড়েছে ।ছাত্র ছাত্রীরা নিজের হাতে ডাস্টবিন তৈরি করেছে বিদ্যালয় পরিসরে লাগাবার জন্য ।যা ময়লা ফেলতে ব্যবহার করা হবে ।বাঁশের তৈরি ডাস্টবিন দেশীয় ঐতিহ্য রক্ষা সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধবও বটে ।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর ১০০র বেশী ডাস্টবিন তৈরি করেছে। এ ধরনের ডাস্টবিন দেখতে বেশ আকর্ষণীয় যা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। প্রাকৃতিক উপাদান বাশ, বেত  ব্যবহার করে ঝুড়ি তৈরির ইতিহাস বেশ পুরনো। তবে একঘেয়েমি এখনো তৈরি হয়নি। নিত্য নতুন রূপে তৈরি করা হচ্ছে ডাস্টবিনগুলোকে । স্বচ্ছতার দিকে বিশেষ নজর দিতেই বাঁশের তৈরি ডাস্টবিন ব্যবহারের  উপর জোর দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.