Header Ads

বরাকের পাথারকান্দিতে জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় মৃত ৩


নয়া ঠাহর প্রতিবেদন,রাঙ্গামাটিঃ  পাথারকান্দির বৈটাখালের ৮নং জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন ৩০ জনের ও বেশী যাত্রী। আহতদের পাথারকান্দি, করিমগঞ্জ সরকারি হাসপাতাল ও শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসার জন‍্য নেওয়া হয়েছে।
জাতীয় সড়কে দুদিক থেকে দুটো গাড়ি দ্রুতবেগে আসছিল। রাস্তার মাঝখানে মোষ এসে গেলে একদিকের গাড়ির গতি রোধ করার ফলে দুর্ঘটনা ঘটে বল প্রত‍্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.