Header Ads

লামডিংএর এনআরসি সেবা কেন্দ্রে হুলুস্তুল , এনআরসি অধিকারীদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য ভুক্তভোগী ২৮পরিবার I


স্বপন দাস, লামডিং । এনআরসির নথিপত্র পরীক্ষা না করে ফেলে রাখার জন্য  লামডিং এনআরসি সেবা কেন্দ্রে সৃষ্টি হয় এক হুলুস্থুল পরিবেশের   ৷এনারসির নামে  সাধারণ মানুষের নথি' পত্ৰ নিয়ে চলছে খেলাখেলি। একাংশ  এনারসির অধিকারীদের দায়িত্বজ্ঞানহীন কাজ দেখে  সকলের চক্ষু চড়ক গাছে উঠেছে ৷ উল্লেখ্য যে আগন্তুক  ৩১ জুলাই প্ৰকাশ পাবে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জীর খসড়া। রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জীর প্ৰথম এবং দ্বীতিয় খসড়ায় যেসকল লোকের নাম অন্তর্ভুক্ত হয় নি, সে সকল লোকেরা নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য দাবী আপত্তি ফাইলে পুনঃ  আবেদন করেছিল ৷  লামডিং এর ২৮টি পরিবার নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য দাবী আপত্তি পুনঃ আবেদন করেছিল লামডিং পি ডব্লিউ ডির ৩৩ নং এনআরসির সেবা কেন্দ্ৰে ৷ কিন্তু  আবেদনকারির জমা দেওয়া নথি পত্ৰ কোনো রকম পরীক্ষা নাকরে ফেলে রেখে দেয়  এনআরসির কৰ্তব্যরত অধিকারীরা ৷  ২৮টি পরিবারের দাবী আপত্তির প-পত্ৰ সেবা কেন্দ্ৰর থেকে কোনো একজন অধিকারী ডিজিটেলাইস নাকরে সেবা কেন্দ্ৰে ফেলে রাখে। ঘটনা  তখন প্রকাশ্যে আসে যখন আবেদন কারীরা লামডিং ৩৩ নং রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জীর সেবা কেন্দ্ৰে গিয়ে উপস্থিত হয় ২৮টি পরিবারের লোক ৷ অন্যদিকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ সময় ধাৰ্য্য করে দেওয়া  হয়েছিল  ভূক্তভোগীর দাবী আপত্তির প্ৰ-পত্ৰ জমা করার দিন ৷ কিন্তু এই পরিবারের লোকেরা সব  নথি পত্ৰ সময় অনুযায়ী জমা দেবার পরও একমাত্ৰ সেবা কেন্দ্ৰের কৰ্মচারীর কাজে অবহেলার জন্য আগামী দিনে এই পরিবারদের ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে৷ এমনকি  এই ২৮ জন পরিবারের  সদস্যরা স্থান পাবেননা ৩১ জুলাইতে প্ৰকাশ পাওয়া রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জীর খসড়াতেও। যদিও সেবা কেন্দ্ৰের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেবা কেন্দ্ৰের কর্তব্যরত অধিকারীরা সম্পূৰ্ন ঘটনা তাদের  গাফিলতি বলে  স্বীকার করেছেন ,এবং হোজাই এর উপায়ুক্তকে পত্ৰ যোগে জানিয়েছেন যে উপযুক্ত সময়ে অনেক প্ৰ পত্ৰ জমা থাকার জন্য২৮  জনপরিবারের দাবী আপত্তি প্ৰ-পত্ৰ সময় মত ডিজিটেলাইজ করা যায়নি এবং সেইমতে পরিবারদের  নামে কোনোধরনের নোটিশ প্ৰেরণ করা হয়নি৷ একটা  শুদ্ধ  রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জী  প্ৰস্তুত করার ক্ষেত্ৰে যদি এইধরণের ভুলের জন্য সাধারন মানুষকে ভুগতে হয় তবে কী ভাবে শুদ্ধ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিকরণ আসাম বাসী লাভ করতে পারবে?  সেটাই এখন বড় প্রশ্ন৷ একাংশ দায়িত্বজ্ঞানহীন অধিকারীদের অসতর্ক কাজের জন্য বাদ পরা এই  ২৮ টি পরবারের সদস্যদের নাম আগন্তুক দিনে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জীর খসড়াতে অন্তৰ্ভূক্ত হ'বে কিনা সেটাই এখন চিন্তনীয় বিষয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.