চলে গেলেন আজীবন গান্ধীবাদী ঝর্ণা ধারা চৌধুরী
ননী গোপাল ঘোষ -শিলংঃ আজীবন মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী , গান্ধী অনুরাগী ঝর্ণা ধারা চৌধুরী বৃহস্পতিবার ৮১ বছর বয়সে প্রয়াত হলেন বাংলাদেশের ঢাকার এক হাসপাতালে । বেশ কিছুদিন ধরেই তিনি ভুগছিলেন কিছু অসুখে ।
১৯৩৮ সালের ১৫ অক্টোবর বাংলাদেশের লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুরের কালুপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি । বাবা ছিলেন আজীবন গান্ধীবাদী প্রথম চৌধুরী ও মা আশালতা চৌধুরী ।
সারা জীবন অবিবাহিত থেকে গান্ধী আশ্রমের সমাজসেবী হিসাবে কাজ করে গেছেন । ১৯৫৬ সালে যোগ দিয়েছিলেন গান্ধী আশ্রমে।
বাংলাদেশের মুক্তি যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর । ত্রিপুরার আগরতলায় মুক্তিযোদ্ধাদের জন্য খোলা ত্রাণশিবিরে জড়িয়ে ছিলেন তিনি । স্বাধীন বাংলাদেশে ফিরে গিয়ে সে দেশের নোয়াখালিতে সেবার কাজে আত্মনিয়োগ করেছিলেন পরবর্তী সময়ে। নোয়াখালিতে জয়গাতে স্থাপন করেছিলেন গান্ধী আশ্রম ট্রাস্ট।
শান্তির বার্তা ও অক্লান্ত সেবামূলক কাজের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিল । ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাঁকে সন্মানিত করেছিল একুশে পদক দিয়ে । সারা জীবনে পেয়েছিলেন অসংখ্য পুরস্কার ও সন্মান সদ্য প্রয়াত এই প্রকৃত সমাজসেবী ।









কোন মন্তব্য নেই