Header Ads

বাংলাদেশে মৃত্যদন্ড রণদা প্রসাদ সাহার হত্যার দায়ে

ননী গোপাল ঘোষ, শিলংঃ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন টাঙ্গাইলের রণদা প্রসাদ সাহা ও তাঁর পুত্র সহ সাতজনকে হত্যার দায়ে টাঙ্গাইলের মাহবুবুর রহমানের বৃহস্পতিবার  ফাঁসির আদেশ দিল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।

বিচারক শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেয় আজ। সরকার পক্ষে কৌসুলী ছিলেন বিশিষ্ট আইনজীবী রানা দাশগুপ্ত ।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তরফে জানানো হয়েছিল,১৯৭১ সালের ৭ মে মধ্যরাতে নারায়ণগন্ঞ্জের রাজাকারদের সাহায্যে পাকিস্তানের হানাদারেরা হামলা চালিয়েছিল রণদা প্রসাদ সাহার বাড়িতে ।

নারায়ণগঞ্জের খানপুরের সিরাজদিখানে রণদা প্রসাদ সাহা তাঁর পুত্র ও অন্যান্যদের ধরে নিয়ে গিয়েছিল মাহবুবুর রহমান ও তার সঙ্গীরা ।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সে দেশের সরকার মানবসেবায় তাঁর অসামান্য অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদক দিয়েছিল। টাঙ্গাইলের মির্জাপুরে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.