বদরপুরের রাতাছড়া-উমকিয়াংয়ের জাতীয় সড়ক ধসে যোগাযোগ বন্ধ
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : ছয় নম্বর জাতীয় সড়কে রাতাছড়া এবং উমকিয়াংয়ের মধ্যে ধস পড়ে বরাক উপত্যকার সঙ্গে বহির্ভারতের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ধস পড়ায় বুধবার সকাল এগারোটা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
মুষলধারায় বৃষ্টিপাতের ফলে সকাল এগারোটা নাগাদ জাতীয় সড়কের পার্শ্ববর্তী পাহাড় থেকে রাতাছড়া এবং উমকিয়াং এর পার্শ্ববর্তী এলাকায় ধস পড়ে। মেঘালয়ের পূর্ত বিভাগ জাতীয় সড়কের ওপর থেকে মাটি পাথর কাদা সরানোর কাজে নামলেও বাধ সেধেছে মুষলধার বৃষ্টি। ফলে জাতীয় সড়কটি যান চলাচলের উপযুক্ত করা সম্ভব হচ্ছে না।
পুর্ত বিভাগের কর্মীরা এসকেভেটর নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মাটি সারাইয়ের কাজে হাত লাগালেও অবিরত বৃষ্টি পড়তে থাকায় জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে উঠেছে ফলে ধস সারাইয়ের কাজে সফলতা আসছে না। সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় কাজে ব্যাঘাত ঘটেছে।








কোন মন্তব্য নেই