Header Ads

দুৰ্ঘটনাগ্ৰস্থ এএন৩২ বিমানের ভারতীয় বায়ুসেনার ১৩ শহিদকে শ্ৰদ্ধা কেন্দ্ৰীয় প্ৰতিরক্ষা মন্ত্ৰীর

ছবি, সৌঃএএনআই

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ দুৰ্ঘটনাগ্ৰস্থ এএন৩২ বিমানের ভারতীয় বায়ুসেনার ১৩ জন শহিদকে শুক্ৰবার শ্ৰদ্ধা জানালেন কেন্দ্ৰীয় প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিং। বৃহস্পতিবার অরুণাচলপ্ৰদেশের লিপো অঞ্চলে দুৰ্ঘটনাস্থল থেকে ১৩ জনের দেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে  ৭ জনের মৃতদেহ ক্ষত-বিক্ষত অবস্থায় মিলেছে। গত ৩ জুন বায়ুসেনার এএন৩২ বিমানটি যোরহাট থেকে টেক অফ করার ৩৫ মিনিটের মধ্যে নিখোঁজ হয়েছিল। তারপর ৮ দিন খোজাখুজির পর লিপো অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ চোখে পড়ে বায়ুসেনার এমআই১৭ হেলিকপ্টারে।   


No comments

Powered by Blogger.