Header Ads

বেআইনি বিক্রি নিয়ন্ত্রণে ভারতীয় রেলের নয়া পদক্ষেপ

নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটিঃ অসাধু হকার ও বেআইনি  ব্যবসায়ী ও বিক্রেতাদের দৌড়াত্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় রেলযাত্রীদের। ভারতীয় রেলে এটা একটা চিন্তনীয়  সমস্যা হয়ে দাঁড়িয়েছে । অবশ্য এরকম অনুমতিবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে সজাগ নজর রেখে চলেছে ভারতীয় রেল এবং গত বছর সারাদেশে জাতীয় ২ লক্ষ ২০ হাজার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শুধু চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬২ হাজার অপরাধীকে।১৯৮৯সনের রেল আইনের ১৪৪ ধারা আইন অনুযায়ী এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ধরনের যত বেআইনি ব্যবসায়ী ও হকার রয়েছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রক। এ  সংক্রান্ত সমস্ত বিষয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার জন্য আঞ্চলিক রেল কে নির্দেশ দিয়েছে  রেল মন্ত্রক। অননুমোদিত বিক্রেতাদের উৎপাত স্থান সম্পূর্ণরূপে উৎখাত করা যায় সে জন্য বেশ কিছু নীতি নির্দেশনাও ঠিক করে দেওয়া হয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে বেআইনি ব্যবসায়ী ও হকারদের উৎপাতে রেলের যে সমস্ত গুরুত্বপূর্ণ সেকশন ও এই সব অঞ্চলের ট্রেনগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেগুলো কি চিহ্নিত করা হচ্ছে ,এবং এর পাশাপাশি যেসব ট্রেনের পেন্ট্রি কারের ব্যবস্থা নেই সেগুলোর প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে ।আঞ্চলিক রেল সমূহের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরপিএফ )লোকদের সনাক্তকৃত সেকশন ও ট্রেন সমূহে আচমকা তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । এ কাজে বাণিজ্যিক বিভাগে সাহায্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে ও তাদের বেআইনি ব্যবসা সংক্রান্ত সামগ্রী সরবরাহ বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে ।একই কাজ করতে বলা হয়েছে রেল লাইন বরাবর রন্ধনশালা গুলির ক্ষেত্রেও ।একই সাথে হকার ও ব্যবসায়ীদের পরিচয় পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পঞ্জীভূত বিক্রেতারা ও যাত্রীদের যে পরিসেবা প্রদান করে থাকে সে জন্য তাদের সঙ্গে সহযোগিতা করা ছাড়াও সমস্যা সমূহ সুরাহার জন্য নজর দিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.