Header Ads

বিশ্বের ধনী খেলোয়ারদের প্রথম ১০০ জনের মধ্যে ঢুকে পরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি



 ছবি, সৌঃ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস.কম
নয়া ঠাহর প্রতিবেদন, নয়াদিল্লিঃ লিওনেল মেসি, নেইমার, রজার ফেডরারের মতো ওয়ার্ল্ড ফেমাস ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে একই তালিকায় ঠাঁই পেলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। একমাত্র ভারতীয় এবং একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বের ধনী খেলোয়ারদের প্রথম ১০০ জনের মধ্যে ঢুকে পরলেন ভারত অধিনায়ক। তবে এই তালিকায় তাঁর নাম রয়েছে ১০০ তম জায়গায়। শীর্ষস্থানে রয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর্জেন্টিনা ও বার্সা তারকার বার্ষিক আয় ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। দুই নম্বরেই রয়েছেন তাঁর প্রতিদ্বন্দী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাঁর বার্ষিক আয় ১০৯ মিলিয়ন ডলার। তিনে রয়েছেন ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার ১০৫ মিলিয়ন ডলার আয় করে। চারে রয়েছেন মেক্সিকান বক্সার আলভারেজ এবং পাঁচে টেনিস তারকা রজার ফেডেরার। ফোবর্স ম্যাগাজিন প্রকাশিত এই তালিকায় এনবিএ, এএফএল ও ফুটবলারদের ছড়াছড়ি। গল্ফার টাইগার উডস রয়েছেন ১১ নম্বরে, তাঁর আয় ৬৯.৩ মিলিয়ন মার্কিন ডলার। ১০০ জনের এই তালিকায় একমাত্র মহিলা খেলোয়ার হিসেবে স্থান পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২৯.২ মিলিয়ন ডলার আয় করে তাঁর স্থান ৬৩ নম্বরে। ভারতে ক্রিকেট খেলার এত জনপ্রিয়তা থাকা সত্বেও ধনী তালিকায় ১০০ তম স্থানে বিরাট কোহলি। বেতন ও বিজ্ঞাপন থেকে আয় মিলিয়ে তাঁর বার্ষিক আয় ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমান ১৭৩ কোটি টাকার বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.