Header Ads

অগ্নিশর্মা স্মৃতি ইরানি প্রশ্ন তুললেন শিশু মৃত্যুর হার অসমে বেশি কেন?


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী  স্মৃতি ইরানি মঙ্গলবার গুয়াহাটিতে  সমাজ কল্যাণ বিভাগের এক  পর্যালোচনা সভায় রাজ্যের দূর্বল  ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে  বলেন, শিশু মৃত্যুর হার এতো বেশি কেন। সমাজকল্যাণ বিভাগ  তাদের লক্ষ্য মাত্রার মাত্র ৫ শতাংশ কাজ করেছেন মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম। কেন্দ্রীয় মন্ত্রীর সামনে থত মতো খান ঠিকমতো প্রতিবেদন  পেশ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।  পরে প্রমীলা   রানী বলেন পোষণ এবং মাতৃ বন্দনা  কর্মসূচীতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল তদন্ত করে কয়েকজনকে শাস্তি দেওয়া হয় ।  তারপর অফিসাররা ভয়ে কাজ করা বন্ধ করে দেন। তাছাড়া পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের জন্যে  টেন্ডার করা যায় নি। অগ্নিশর্মা হয়ে   কেন্দ্রীয় মন্ত্রী ইরানি ১১ মাসের মধ্যে  সব কাজ সম্পূর্ণ করতে কড়া আদেশ দিয়ে যান । বারবার প্রশ্ন তোলেন শিশু মৃত্যুর হার এত বেশি কেন?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.