বিনা পয়সায় কিডনির ডায়ালেসিস সেবার সূচনা করবেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
প্রতীকী ছবি
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালেসিস কর্মসূচির অধীনে এবার অসমের গরিব সাধারণ মানুষও সম্পূর্ণ বিনা পয়সায় কিডনির ডায়ালেসিস করতে পারবেন। অটল অমৃত, বা আয়ুষ্মান কার্ড না থাকলেও এই সুবিধা পাবে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে এই খবর দেন । তিনি বলেন, চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের সঙ্গে অসম সরকারের এক সমঝোতা চুক্তি হয়েছে। আগামী ১৪ জুন রাজ্যে প্রথম পর্যায়ে ৮ টি হাসপাতালে বিনামূল্যে কিডনি ডায়ালেসিস-এর কাজ শুরু হবে। প্রথম দিন নলবাড়ি সিভিল হাসপাতালে এই কর্মসূচির সূচনা হবে। এই চিকিৎসার ৯০ ভাগ টাকা দেবে কেন্দ্রীয় সরকার, ১০ ভাগ দেবে রাজ্য সরকার । ৮ টি দিয়ে শুরু পরবর্তিতে ১৮ টি কেন্দ্রে এই চিকিৎসার ব্যবস্থা থাকবে। জাতীয় হেল্থ মিশনের অধীনে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালেসিস এই সেবায় রাজ্যের গরিব মানুষ উপকৃত হবে। প্রথমে নলবাড়ি, দরং, তেজপুর মেডিক্যাল কলেজ, শোনিতপুর, তিনসুকিয়া, মরিগাঁও, বরপেটা এবং বঙ্গাইগাঁও । এই ৮ টি কেন্দ্রে প্রথমে হবে। মন্ত্রী জানান এক চ্যারিটেবল ট্রাস্ট ১০৫ টি ডায়া লেসিস মেশিন বিনামূল্যে দেবে। একবার ডায়ালেসিস করার পর মাত্র ১৩০০ টাকা ব্যয় হবে, সেই টাকাও সরকার দিয়ে দেবে।









কোন মন্তব্য নেই